বগুড়ায় টিএমএসএস নার্সিং কলেজে ২১-২০২২ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও টিএমএসএস উপদেষ্টা প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম এবং টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।
আরও উপস্থিত ছিলেন বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ মোছা. শেফালী খানম, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ মোছা. আলেয়া খানম, টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুলনাহার পারভীন, টিএমএসএস উপদেষ্টা আয়েশা বেগম, উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান, অধ্যাপক ডা. অনুপ রহমান চৌধুরী, নার্সিং সুপারিনটেনডেন্ট তাহেরা বেগম, সহকারী অধ্যাপক মোছা. নিলুফার ইয়াছমীনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পাল।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান এবং শিক্ষার্থীদের অভিব্যক্তি উপস্থাপনার পর দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়
অতিথিবৃন্দ বক্তব্যে নার্সিং পেশার গুরুত্ব, নার্সদের সম্মান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি নার্সদের পেশাগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল