সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় কমর্রত অবস্থায় অসুস্থ হয়ে আকতার হোসেন (৩৮) নামে এক এএসআই মারা গেছেন। শনিবার ভোরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আকতার হোসেন ঝিনাইদহ উপজেলা সদরের কাঞ্চনপুর গ্রামের আনছার আলীর ছেলে। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে শাহজাদপুর থানায় যোগদান করেছিলেন।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, শুক্রবার বিকালে থানায় কর্মরত অবস্থায় এএসআই আকতার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় দুই কিডনি ও লিভারে গুরুতর সমস্যা ধরা পড়ে।
শনিবার ভোর ৬টার দিকে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এরপর চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য রওনা হলে পথেই তিনি মৃত্যুবরণ করেন।
আসলাম আলী আরো জানান, মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই