ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে এক ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জমি ও মিলাদে দাওয়াতকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা যায়, পবহাটি গ্রামের মৃত আফজাল মণ্ডলের জমিজমা নিয়ে ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে এবং গত সপ্তাহে পিতা আফজাল মণ্ডল মারা যাওয়ার পর দাওয়াত দেওয়া নিয়ে শুক্রবার বড় ছেলে আলম মণ্ডলের সঙ্গে ছোট ছেলে মুরাদ হোসেনের কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। বাবার অপমানের প্রতিশোধ নিতে আলম মণ্ডলের ছেলে সৌরভ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
শনিবার দুপুরে সৌরভ এলাকাবাসীর কাছে পরিচিত কয়েকজন উঠতি বয়সি যুবককে নিয়ে পবহাটির সিটি মোড়ে মুরাদের দোকানে হাজির হন। সেখানে এলোপাতাড়ি কুপিয়ে এবং পেটে ছুরি ঢুকিয়ে চাচা মুরাদকে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পারিবারিক ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ঘাতক ভাতিজা ও তার সহযোগীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল