সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে নওগাঁর পত্নীতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পত্নীতলার নজিপুর বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আয়োজন করেছেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান। দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা ওমর ফারুক। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করা হয়।
সামসুজ্জোহা খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। কারও সঙ্গে তিনি কখনো আপস করেননি। তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ ছাড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল বারি, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিচার্ড, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক এজেড মিজান ও আব্দুল্লাহ আল মাসুম, পত্নীতলা থানা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাহেব, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহির হোসেন সিপু, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম সেফাসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া