মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে মোহাম্মদ পিন্টু (৫০) নামে এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দুর্ঘটনার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তিনি মারা যান।
নিহত পিন্টু গোভীপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি সদর উপজেলা মোটর পার্টস ব্যবসায়ী ও মেকানিক সমিতির সভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির ছাদে উঠেছিলেন পিন্টু। হঠাৎ সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন মোটরসাইকেল মেকানিক হিসেবে কাজ করে সংসার চালানো পিন্টু স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/মাইনুল