বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নফল রোজা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এর আগে দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নেতাকর্মীদের নফল রোজা রাখার আহবান জানানো হয়। আহ্বানে সাড়া দিয়ে নেতাকর্মীরা নফল রোজা রাখেন ও সম্মিলিতভাবে ইফতারে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/এমই