‘দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদের উন্নতি’— স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ুম খান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ চৌধুরী।
প্রাণিসম্পদ বৃদ্ধি ও রোগমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষ ভূমিকার জন্য উপজেলার সেরা খামারি ও উদ্যোক্তাদের মধ্যে ৯ জনকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
প্রদর্শনীতে পরপর তিন বছর ২টি করে বাছুর প্রসবকারী গাভী দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। দেশি-বিদেশি উন্নত জাতের পশুপাখি প্রদর্শনী মাঠকে লোক সমাগামে পূর্ণ করে তোলে। আয়োজকদের ভাষ্য, এ প্রদর্শনী নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল