বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতা গেলে দেশকে মাদকমুক্ত করা হবে। বিশেষ করে সিরাজগঞ্জ জেলা তথা শহরের মাহমুদপুর এলাকাকে মাদকমুক্ত করা হবে। নির্বাচনের আগেই মাদক কারবারিরা সাবধান হয়ে যান।
শুক্রবার বিকেলে মাহমদুপুর যুগান্তর সংসদ আয়োজিত মাহমুদপুর মাঠে আরাফাত রহমান কোকো ডাবল বাইক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৭ বছর দেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন করেছে। এমনকি আমি সিরাজগঞ্জে এলেই পথে পথে বাঁধা দেওয়া হয়েছে। বাড়ি থেকে বের হতেও দিতো না। সময় বদলেছে, সবাইকে বদলাতে হবে। সৎ ও ন্যায়ের পথে থাকতে হবে।' এ সময় তিনি ছাত্র ও যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, শহর বিএনপির সভাপতি সেলিম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
বিডি-প্রতিদিন/এমই