লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করতে গিয়ে মানবপাচার চক্রের হাতে আটকা পড়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার তিন যুবক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের হাত-পা ও মুখ বেঁধে নির্মমভাবে নির্যাতনের দৃশ্য দেখা গেছে। ভিডিওটি পরিবারের কাছে পাঠিয়ে পাচারকারীরা মুক্তিপণ দাবি করেছে।
নিখোঁজ তিন যুবক হলেন,আলাউদ্দিন খানের আলমাস খান (২৫), চুন্নু তফাদারের ছেলে সবুজ তফাদার (২৫), নুর ইসলাম ফরাজীর ছেলে সজীব ফরাজী (৩৩)। তারা শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের নাওয়ারা চর শেখপুর এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্বপ্নের জীবনের আশায় তারা দালালদের মাধ্যমে ছেলেদের ইতালিতে পাঠাতে চেয়েছিলেন। দালালরা নিরাপদে ইতালি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর যুবকদের ওপর নির্যাতন শুরু করেছে।
আলমাস খানের বাবা আলাউদ্দিন খান বলেন, 'ছেলেকে বাঁচাতে আমরা সরকারের কাছে আবেদন করছি। ওরা ভিডিও পাঠিয়ে ভয় দেখাচ্ছে। আমাদের আর কোনো সামর্থ্য নেই।'
সবুজ তফাদারের বাবা চুন্নু দফাদার বলেন, 'ধার-দেনা করে ছেলেকে পাঠিয়েছিলাম। এখন মুক্তিপণ দেওয়ার মতো আর ক্ষমতা নেই। পাচারকারীরা হুমকি দিচ্ছে, টাকা না দিলে ছেলেকে হত্যা করা হবে।'
সজীব ফরাজীর মা বলেন, পরিবারের সদস্যদের আতঙ্কে দিন কাটছে, ছেলেদের জীবন নিয়ে আমরা গভীর উদ্বেগে আছি।'
স্থানীয়রা জানিয়েছেন, কয়েক বছর ধরে এলাকায় দালালচক্র সক্রিয়। তারা যুবকদের পরিবারকে প্রলোভনে ফেলে বিদেশ পাঠানোর আশ্বাস দিচ্ছিল।
শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, 'ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগের ভিত্তিতে মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
বিডি-প্রতিদিন/এমই