মুন্সীগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুন্সীগঞ্জ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশাররফ হোসেন পুস্তি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মাদ্রাসা ছাত্রদের মধ্যে ৫০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং দোয়ার আয়োজন করেছেন।
শুক্রবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারার জামি আ হাকিমিয়া দারুল উলুম মাদ্রাসা এবং আশপাশের কয়েকটি মাদ্রাসা ছাত্রদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় মোশারফ হোসেন পুস্তি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও নেত্রীর দীর্ঘ হায়াতের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
তিনি বলেন, আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে দেশের নেতৃত্বের হাল ধরতে পারেন। তারেক রহমানকে ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতাও কামনা করেছেন তিনি।
কম্বল বিতরণ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জামি আ হাকিমিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাহমুদ হাসান আলমগীর।
এ সময় মাদ্রাসার সব ছাত্র ও শিক্ষক, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া