গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্মিত ‘দেশের সর্ববৃহৎ’ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার (রাজশাহী) শ্রী মনোজ কুমার।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (বৃন্দাবনপাড়া) গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে শ্রীকৃষ্ণের এ বিগ্রহ উদ্বোধন করেন তিনি।
এসময় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো, মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবুসহ মন্দির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর মন্দির প্রাঙ্গনে স্ত্রীসহ আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠানে যোগ দেন শ্রী মনোজ কুমার।
বিডি-প্রতিদিন/মাইনুল