পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সঙ্গে ধাক্কা লেগে রবিউল মোল্লা (২৬) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুয়াকাটা বিকল্প সড়কের আন্দারমানিক নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাদদেশে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রবিউল উপজেলার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আপাং মোল্লার ছেলে। তিনি কলাপাড়া বিকাশ শাখার ধানখালী ইউনিয়নের মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কর্মস্থল থেকে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রবিউল। ওই সেতুর পাদদেশে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্ধকারে থামিয়ে রাখা একটি ট্রলিতে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/জামশেদ