ঝিনাইদহের মহেশপুরে ছদ্মবেশী অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার দুর্গাপুর পদ্মবিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের বাসিন্দা সোহেল রানা (২৮) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের আলী হোসেন (৩৫)
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই দুইজন মহেশপুর ও আশপাশের সড়কে গাছ ফেলে পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতি চালিয়ে আসছিল। তাদের ধরতে বিশেষ কৌশল অবলম্বন করে পুলিশ।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে ডাকাত দলের দুই সদস্য পদ্মবিল এলাকায় লুকিয়ে রয়েছে। এরপর পুলিশ সদস্যরা কেউ জেলে, কেউ কৃষকের ছদ্মবেশে সেখানে অবস্থান নেন। কিছুক্ষণ পর সন্দেহভাজন দুইজনকে দেখতে পেয়ে ধাওয়া করে আটক করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক