গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শরিফউদ্দীন। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গাজীপুরের বর্তমান পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে বদলি করে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার নিয়োগ চূড়ান্ত করা হয়। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারি অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের জন্য নির্বাচিত হন বরিশালের বর্তমান এসপি মো. শরিফউদ্দীন।
বর্তমানে তিনি বরিশালের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ২২ ডিসেম্বর তিনি ওই পদে যোগ দেন। ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা শরিফউদ্দীন ২০০৬ সালের ২১ আগস্ট চাকরিতে যোগ দেন। এর আগে তিনি পিবিআই নাটোর জেলায় দায়িত্ব পালন করেছেন।
মো. শরিফউদ্দীন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি) ও এমএসসি (এগ্রোফরেস্ট্রি) ডিগ্রি অর্জন করেছেন। তার গ্রামের বাড়ি রাজশাহীতে।
বিডিপ্রতিদিন/কবিরুল