জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শ্রীনগরে র্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সরকারি ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শ্রীনগর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এ আয়োজন করে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এতে সহযোগিতা করে।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অনিক রায়, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, শ্রীনগর ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি নুর মোহাম্মদ ভূইয়া এবং নারী উদ্যোক্তা জুই আক্তার প্রমুখ।
এ সময় প্রাণিসম্পদ খাতে অবদান রাখার জন্য দুইজন নারী ও একজন প্রতিবন্ধী পুরুষকে পুরস্কৃত করা হয়। পরবর্তীতে অতিথিরা মাঠে ৩০টি স্টলে প্রদর্শিত বিভিন্ন জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ নানা জাতের পাখি, গরুর খাদ্য তৈরির বিভিন্ন প্রযুক্তি, ডেইরি ফার্মের উৎপাদিত খাদ্যদ্রব্য ও অন্যান্য উপস্থাপিত পশরা ঘুরে দেখেন।
বিডিপ্রতিদিন/কবিরুল