ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। নেতাকর্মীদের উজ্জবিত করতে প্রতিনিয়ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে মাঠে থাকছেন তারা।
সেই ধারাবাহিকতায় বুধবার (২৬ নভেম্বর) বিকালে বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে ঐক্য মহাবেশের আয়োজন করেছে দলটি। উপজেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এমএ খালেক পিএসসি।
এসময় তিনি বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে। বাঞ্ছারামপুর আসনটি ধানের শীষের ঘাঁটি। আগামীতে জনগণের ভোটে এই আসনে ধানের শীষকে জয়ী করতে হবে।
সমাবেশের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বপ্নের সোনার বাংলা বিনিমার্ণে কাজ করে যাচ্ছে। বাঞ্ছারামপুরে মাটিতে শহীদ নয়নের রক্ত বৃথা যেতে দিব না। আগামী সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী জয়লাভ করবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মূছার সঞ্চালনায় এসময় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ডক্টর মো. সাইদুজ্জামান কামাল, জেলা বিএনপির সহ আইন বিষয়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসীন, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, জেলা বিএনপির সদস্য সালে মূছা, জেলা বিএনপির সদস্য দেওয়ান মো. নাজমুল হুদা, জেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম ইলিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলী ফরিদ, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ভিপি মো. আমিরুল ইসলাম সাজ্জাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএসজেড শুকরী সেলিম ও হারুনুর রশিদ আকাশসহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে বিকালে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতারা থেকে মিছিলে নিয়ে সমাবেশে অংশ নেয়। এতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ।
বিডি প্রতিদিন/কামাল