সেনাবাহিনী বান্দরবান সদর জোনের পক্ষ থেকে প্রত্যাবর্তনকারী ২৬টি বম পরিবারের সদস্যকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে সদর জোন মাঠে এসব খাদ্য সামগ্রী তুলে দেন সদর জোন কমান্ডার ও ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ।
লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানান, কোন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপের ভয়ে এখনো যেসব বম পরিবার বিভিন্ন এলাকায় পালিয়ে রয়েছেন। তারা বম সামাজিক নেতৃবৃন্দের মাধ্যমে নিজ নিজ গ্রামে ফিরে আসতে পারবেন।
এ সময় সদর জোনের স্টাফ অফিসার মেজর এ এস এম মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫০ কেজি, ৫ কেজি করে ডাল, লবণ, তেল, আলু ও পেয়াজ।
বিডি প্রতিদিন/এএম