গাইবান্ধায় গাঁজাসহ তিন যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কের সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে আবুল হাসেম (২৪), একই ইউনিয়নের শিবরাম বাঁশবাড়ী এলাকার রফিকুল ইসলামের ছেলে মাহাবুব হোসেন (২৩) ও শিবরাম বামনটারি এলাকার মানিক মিয়ার ছেলে মনির হোসেন (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশা থামিয়ে যাত্রীবেশে থাকা ওই তিন যুবককে তল্লাশি করে প্রত্যেকের শরীরে স্কচটেপ দিয়ে মোড়ানো ১ কেজি করে মোট তিন কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তিন যুবকের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া