চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর শিবপুর বাজারে অবস্থিত ‘নাজমুল বেকারি’তে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিকরা।
জানা গেছে, দীর্ঘ ২০ বছর ধরে দুই ভাই—আবুল হোসেন ও নেছার উদ্দিন—বেকারিটি পরিচালনা করছিলেন। কচুয়া ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় তারা পণ্য সরবরাহ করতেন। বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা স্বপ্নের এই বেকারি মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়েন দুই ভাই, আর বেকার হয়ে পড়েন সেখানে কর্মরত ২০–২৫ জন কর্মচারী।
ক্ষতিগ্রস্ত মালিক আবুল হোসেন ও নেছার উদ্দিন বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বুঝতে পারছি না। মেশিনপত্র, কাগজপত্র, মালামাল—সবকিছুই পুড়ে গেছে। দীর্ঘদিনের পরিশ্রমে দাঁড় করানো সবকিছু আজ আগুনে ছাই হয়ে গেল। আমরা এখন সম্পূর্ণ নিঃস্ব।’
বেকারি কর্মচারীরা জানান, ভোরে হঠাৎ আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। কোনোমতে প্রাণ নিয়ে বের হতে পারলেও চোখের সামনে পুড়ে যেতে থাকে পুরো বেকারি।
তারা বলেন, ‘এখানে কাজ করে জীবন চালাতাম। এখন পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি।’
স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার চেষ্টা করা হবে। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহাতাব মন্ডল বলেন, খবর পাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা শুরু করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
বিডি-প্রতিদিন/মাইনুল