চাঁদপুরে ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে অধিদপ্তরের জেলা কার্যালয় কর্তৃক জেলার বাকিলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে খাবারের মূল্য তালিকা না থাকায় ও বাসী খাবার বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে বিসমিল্লাহ কফি হাউজকে ৫ হাজার, খাবারের মূল্য তালিকা না থাকায় এরাবিয়ান ফুড কর্ণারকে ২ হাজার টাকা এবং এমবিবিএস ডিগ্রি ছাড়া ডা. পদবি ব্যবহার করার অপরাধে বিসমিল্লাহ মেডিকেল হলের সত্তাধিকারী মো: মামুনকে ১০ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করে।
এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল