ভোলার প্রবীণ সাংবাদকি বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় ভোলা সরকারি স্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে মহাজনপট্টি বড় মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সোমবার দুপুর ৩টায় ঢাকার একটি হাসপাতাল চিকিসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিডি প্রতিদিন/হিমেল