এবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জালে ধরা পড়েছে চুয়াডাঙ্গা শহরের ভোক্তাপ্রিয় ‘গ্রীণফুড’ বেকারি। যথাযথভাবে বেকারিপণ্য উৎপাদন ও সংরক্ষণ না করা এবং মোড়কীকরণ নীতিমালা লঙ্ঘন করায় এ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই অভিযানে অগ্নিনির্বাপক লাইসেন্স নবায়ন না করায় নূর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে শহরের মাঝেরপাড়া ও সরকারি কলেজ সড়কে অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে নাসির আহাদ জোয়ার্দ্দারের ভোক্তাপ্রিয় ‘গ্রীণফুড’ বেকারির কারখানায় গিয়ে দেখা যায় যথাযথভাবে বেকারিপণ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে না। এমনকি পণ্যের মোড়কীকরণেও মানা হয়নি নীতিমালা। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কে আবুল কাশেমের নূর এন্টারপ্রাইজে অভিযানকালে অগ্নিনির্বাপক লাইসেন্স নবায়ন না করার দায়ে একই আইনের ৫২ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস ও পৌর স্যানেটারি ইন্সপেক্টর নার্গিস জাহান।
বিডি প্রতিদিন/কেএইচটি