ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে প্রথমে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।
বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, বাংলাদেশের যুবকদের কথা চিন্তা করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের উন্নয়ন করতে হলে যুবসমাজকে উন্নত করতে হবে।
তিনি বলেন, বাঞ্ছারামপুর বিএনপির আদর্শের রাজনীতির ঘাঁটি ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এখন বাঞ্ছারামপুরে একটাই আওয়াজ— ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ।
বাঞ্ছারামপুর পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামির সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল আইয়ুম ও আব্দুল করিম চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ ছাত্রবিষয়ক সম্পাদক আবুল কালাম, শ্রমিক দল নেতা সজিবুর রহমান সজীব, সোনারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঞ্ছারামপুর উপজেলা শাখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুবদল দৃঢ়প্রতিজ্ঞ।
বিডিপ্রতিদিন/কবিরুল