বরিশাল মহানগর দায়রা জজ আদালত প্রথম মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। আদালতের বিচারক মীর মো. এমতাজুল হক রবিবার (২৬ অক্টোবর) এই রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিতদের প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা করতেও আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডিতরা হলো- বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি ইউনিয়নের দিনেশ ঘরামীর ছেলে শিশির ঘরামী এবং একই এলাকার সুদীপ ঘরামীর ছেলে প্রদীপ ঘরামী। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পিপি নাজিমউদ্দিন আহমেদ পান্না বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ২০২৪ সালের ১১ মার্চ ভোর রাতে বাবুগঞ্জ উপজেলার উত্তর রফিয়াদি গ্রামের মামা বাড়িতে ঘুমন্ত নবম শ্রেণির ছাত্র উৎপল হালদার (১৫) ও তার গৃহশিক্ষক, কৃষি গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আশিষ মল্লিক (১৮) এর উপর এসিড নিক্ষেপ করা হয়। এই ঘটনায় উৎপলের মুখমণ্ডল ঝলসে যায় এবং আশিষের হাতের একাংশ পুড়ে যায়।
ঘটনার পর উৎপলের বাবা উত্তম হালদার থানায় মামলা দায়ের করেন। মামলায় মূল দুই আসামির সঙ্গে আরও ৬ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়। এয়ারপোর্ট থানার এসআই নিখিল চন্দ্র মজুমদার ২০২৪ সালের ২ আগস্ট শিশির ও প্রদীপ ঘরামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
বিচারক মামলার ৮ জনের সাক্ষ্য গ্রহণের পর রায় দেন। পিপি নাজিমউদ্দিন আহমেদ পান্না জানান, রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ