কুড়িগ্রামে এক সপ্তাহ ধরে তাপমাত্রা কমছে। এতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। গতকাল সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে রাজারহাট আবহাওয়া কৃষি পর্যবেক্ষণ কেন্দ্র। রাজারহাট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবল চন্দ্র সরকার বলেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জেলায় তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রিতে ওঠানামা করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে গোটা জেলা। যানবাহন এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। দিনেও তাপমাত্রা অনেক কম থাকছে। কনকনে ঠান্ডায় অস্বস্তিতে পড়েছে মানুষ। মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হওয়ায় সকালে হিমেল বাতাস উপেক্ষা করে শিক্ষার্থীদের যেতে হচ্ছে। বিপাকে পড়ছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। এ ছাড়া ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমর নদের চরের বাসিন্দারা হিম বাতাস ও কুয়াশায় কষ্টে পড়েছেন।