হবিগঞ্জে স্বামীর হাতে স্ত্রী ও ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। নড়াইলে উদ্ধার করা হয়েছে এক কিশোরের লাশ। হবিগঞ্জ : চুনারুঘাট উপজেলায় পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে ফারজানা (১৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নতুন ব্রিজ এলাকায় ভাড়া বাসায় গতকাল এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী নুর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ : জেলায় ছোট ভাইয়ের বঁটির আঘাতের বড় ভাই সোহেল রানা (৪০) খুন হয়েছেন। সোহেল বেতাই গ্রামের সফিউদ্দিনের ছেলে ও গান্না ইউনিয়ন মৎস্যজীবী দল সভাপতি ছিলেন। নড়াইল : লোহাগড়া উপজেলার চর-আড়িয়ারা গ্রামে পুকুর পাড় থেকে তাজিম মোল্যা (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।