ছয় দফা দাবিতে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা সাত দিন ধরে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন। এতে প্রতিদিন ৫ শতাধিক রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
স্বাস্থ্য পরিদর্শক, ‘সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হাসান বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ রূপগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৪১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী পদে ৭০ জন রয়েছেন। কর্মবিরতির ফলে মা ও শিশুদের টিকা দান, প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা, জীবন আচরণ পরিবর্তনের জন্য উদ্বুদ্ধকরণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।