কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস গতকাল এ রায় দনে। কারাদণ্ড পাওয়া তোফাজ্জল হোসেন উলিপুর উপজেলার যমুনাঝেল্লারাম গ্রামের মো. সাহাবুদ্দিনের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন ভিকটিমের প্রতিবেশী হওয়ার সুবাদে বিভিন্ন সময় তাদের বাড়ি আসা-যাওয়া করতেন। ২০০৯ সালের ২১ মে মেয়েটির বাবা অন্যের বাড়িতে কাজ করতে যান। ওই দিন সকালে তার মাও বেড়াতে যান বোনের বাড়িতে। ভিকটিম বসতঘরে একা থাকার সুযোগে মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে।