গাইবান্ধায় ১৩১ বোতল এসকাফসহ (মাদকদ্রব্য) দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গতকাল বিকালে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার দিবাগত রাতে গাইবান্ধা শহরের সোহাগ বোর্ডিং রুম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ঠাকুরগাঁওয়ের আবদুল মতিন (৫০) ও কামাল হোসেন (৬৫)।