কুয়াকাটা থেকে ঢাকায় পাচারের সময় বরিশাল নগরীতে যাত্রীবাহী দুটি বাস থেকে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা সংস্থা ও মৎস্য বিভাগ এই অভিযান পরিচালনা করে। বরিশাল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, বরিশাল নগরীর কাশিপুর বাজার এলাকায় এ অভিযান চলে। রাত দুটার দিকে কুয়াকাটা থেকে ঢাকাগামী দুটি বাস থেকে ৪০০ কেজি জাটকা উদ্ধার করা হয়।