জুলাই বিপ্লবের কারণে দেশে উন্নয়নের সমতার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই হাতছাড়া করতে দেওয়া যাবে না। বিশেষ করে দীর্ঘদিন অবহেলার শিকার রংপুর বিভাগের উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। গতকাল ঢাকার অদূরে একটি রিসোর্টে লালমনিরহাট জেলা সমিতির প্রীতি সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
তিনি আরও বলেন, তিস্তা নদী একসময় লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার জীবন-জীবিকার উৎস ছিল। কিন্তু আজ এই নদী পাঁচ উপজেলায় দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর নদী ভাঙনে হাজারো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে লালমনিরহাট জেলাকে বাঁচাতে হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিনি এ সময় মোগল হাট স্থলবন্দর চালু ও লালমনিরহাট বিমানবন্দর চালুর তাগিদ দেন।