নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি গ্রাহকের হাতে নতুন নোট দিচ্ছে না; বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহ করার পর গ্রাহকদের হাতে পৌঁছাচ্ছে।
নতুন ৫০০ টাকার নোটের নকশায় বড় পরিবর্তন এসেছে। নোটের সম্মুখভাগে আছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি, আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে জাতীয় ফুল শাপলার পাতা, কলি ও প্রস্ফুটিত অবয়ব। পেছন ভাগে মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। নোটটির আকার ১৫২ মিমিী৬৫ মিমি। এতে জলছাপ হিসেবে আছে বাঘের মুখ এবং ইলেকট্রোটাইপে ‘৫০০’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নতুন নোটে সবুজ রঙের আধিক্য লক্ষ করা যায়। নোটে স্বাক্ষর রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের।