নবম জাতীয় বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল সংগঠনের নীতিনির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আল আজাদ, সভাপতি মোহাম্মদ আজিম এবং মহাসচিব বদরুল আলম সবুজের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় পরিষদ নেতারা বলেন, আগামী ৬ ডিসেম্বর গণকর্মচারীদের জাতীয় সমাবেশ উপলক্ষে ইতোমধ্যে সারা দেশে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
আগামী জানুয়ারিতে পে-স্কেলের রিপোর্ট বাস্তবায়িত না হলে সংগঠনের ঘোষিত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।
স্মারকলিপিতে বলা হয়, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা দুর্বিষহ অবস্থায় অতি মানবেতর জীবনযাপন করছেন।