চলতি ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫৩ টাকা। গত মাসের তুলনায় দাম বাড়ানো হয়েছে ৩৮ টাকা। একই সঙ্গে অটোগ্যাস ৫৫ দশমিক ৫৮ টাকা থেকে বাড়িয়ে ৫৭ দশমিক ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দাম ঘোষণা করেন। গতকাল সন্ধ্যা থেকেই এই দাম কার্যকর করা হয়েছে। এবার আন্তর্জাতিক বাজারদর এবং ডলারের দাম কিছুটা বৃদ্ধির কারণে এলপিজির দাম বেড়েছে। টানা কয়েকমাস দাম কমার পরে এলপিজির দাম এবার বেড়েছে।
এর আগে গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম কমেছিল। নভেম্বরে ২৬ টাকা কমিয়ে ১২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।