পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকার একটি তৃতীয় তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে ভবনটির তৃতীয় তলায় থাকা লাগেজ তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের ঘটনা না ঘটলেও আগুন ছড়িয়ে পড়েছিল পাশের আরেকটি দ্বিতল ভবনে। সেটিতে ভয়াবহ রূপ নেওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ডালপট্টি এলাকায় ঘিঞ্জি অবস্থায় একটির সঙ্গে আরেকটি ভবন লাগোয়া থাকায় এবং রাস্তা সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। যে ভবনটিতে আগুন লেগেছে- সেটির তৃতীয় তলায় লাগেজ ফিটিং কারখানা, দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন ও নিচতলায় গুদাম ছিল। পাশের যে ভবনে আগুন ছড়িয়ে পড়ে সেটির নিচতলায় ওয়ার্কশপ ও দ্বিতীয় তলায় একটি অফিস রয়েছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন বলেন, বিকাল ৪টা ৪২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। সাতটি ইউনিট ঘটনাস্থলে গেলেও দুটি ইউনিটের কাজ করতে হয়নি। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখানকার ভবনগুলোর অবস্থা খুবই করুণ। ভবনের কোথাও সেমিপাকা, কোথাও টিন দিয়ে মোড়া, কোথাও দাহ্য পদার্থে ঠাসা ছিল। এই ভবনগুলো কোনো শ্রেণির মধ্যেই পড়ে না।
মোহাম্মদপুরে ভবনে আগুন : গতকাল মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ছয় তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিশ্চিত হওয়া যায়নি।