মেট্রো স্টেশনগুলোতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি বলেন, ‘গত রবিবার মেট্রোরেলের ছাদে এক কিশোর উঠে পড়ে। এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সিসি ক্যামেরা চালু করাসহ নজরদারি বাড়ানো হবে।’
গতকাল উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ফারুক আহমেদ বলেন, ‘মেট্রোরেলের ছাদে কিশোর উঠে পড়ার ঘটনায় বড় ধরনের বিপদ ঘটতে পারত। কিশোরটি বিদ্যুতায়িত না হওয়াই সৌভাগ্য। জিজ্ঞাসাবাসের জন্য তাকে পুলিশে দেওয়া হয়েছে। এখন সে নিরাপদ আছে। ছাদে কিশোর উঠে পড়ার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল থামিয়ে সারা রাত ট্র্যাকজুড়ে অনুসন্ধান চালানো হয়। সকালে সুইপ ট্রেন চালিয়ে যাচাই করার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।’
তিনি আরও বলেন, ‘বেয়ারিং দুর্ঘটনার কারণে মেট্রোরেলের যাত্রী কমে গেছে প্রায় ১০ শতাংশ। আগে দৈনিক ৪ লাখ ৬০ থেকে ৭০ হাজার যাত্রী যাতায়াত করত। বেয়ারিং দুর্ঘটনার পর ৪ লাখের মতো নেমে এসেছে। মেট্রোরেলে সকালের ভিড়ও কমে গেছে।’