প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তানজিল চৌধুরীকে পুনর্নির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ। সম্প্রতি ব্যাংকের ৫৮৫তম পরিচালনা পর্ষদ সভায় তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তানজিল চৌধুরী ২০২০ সালে প্রথম ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রাইম ব্যাংকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপ (ইসিজি)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই)-এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। বিজ্ঞপ্তি
উল্লেখ্য, তানজিল চৌধুরী কিংস কলেজ লন্ডন থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স কনসেন্ট্রেশন) মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।