জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা শহরের ডাকবাংলো মাঠে এ সমাবেশ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী যোগ দেন।
মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ইকবাল ভাই যোগ্য লোক, মনোনয়ন তারই হোক’; ‘দুর্দিনে ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই’ স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেখ মজিবুর রহমান ইকবাল ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলটির প্রার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এ আসনে বিএনপির সাংগঠনিক হাল ধরে রেখেছেন। আগামী নির্বাচনে ইকবালের পক্ষে দলীয় নেতা-কর্মীদের সমর্থন সবচেয়ে বেশি বলে উল্লেখ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, গত দুই যুগেরও বেশি সময় ধরে বাজিতপুর-নিকলী এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন ইকবাল।
জেলার মধ্যে বিএনপির সবচেয়ে উর্বর আসন হচ্ছে কিশোরগঞ্জ-৫, যা বিএনপির ‘দুর্গ’ হিসেবেও পরিচিত। এই আসনের জনগণ শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া অন্য কাউকে বিএনপির প্রার্থী হিসেবে মেনে নেবে না বলেও দাবি তোলেন বক্তারা। তাই অবিলম্বে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার আহ্বান জানান তারা। সমাবেশের সভাপতির বক্তব্যে মনোনয়নপ্রত্যাশী শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ‘দলের দুর্দিনে আমি বাজিতপুর-নিকলী দুই উপজেলায়ই নেতা-কর্মীদের পাশে ছিলাম।’ তিনি আরও বলেন, ‘দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকেছি। নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা মোকাবিলা করেছি। আমিও একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছি।’ তিনি বলেন, ‘জোটের অজুহাতে আমাকে বাদ দিলে সেটা আমার প্রতি অবিচার হবে। কারণ, আসনটি বিএনপির, এলাকাটি বিএনপির ঘাঁটি, সুষ্ঠু প্রতিটি নির্বাচনে এখান থেকে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন।’ সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তফা আমিনুল হক, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মুজতবা জাহাঙ্গীর প্রমুখ।