৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দফায় দফায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথম দফায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেন আটকে বিক্ষোভ করেন তারা। পরবর্তী সময়ে ৩০ মিনিট বিরতি দিয়ে পুনরায় বিকেল ৪টা পর্যন্ত তারা অবরোধ করেন।
অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে অ্যাম্বুলেন্সেসহ জরুরি পরিষেবার যানবাহনগুলোর যাতায়াতের ব্যবস্থা করে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী বরিউল আলম বলেন, তাড়াহুড়া করে পিএসসি আমাদের ওপর ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা চাপিয়ে দিচ্ছে। এটা আমাদের ওপর জুলুম করা হচ্ছে। সেই প্রতিবাদে আমরা গত একমাস যাবৎ পিএসসিকে স্মারকলিপি প্রেরণ, পিএসসির সামনে অবস্থান কর্মসূচি, শাহবাগ ব্লকের সাথে সমন্বয় করে সারা দেশে আমাদের আন্দোলন চলমান রেখেছি। কিন্তু পিএসসির নির্দেশে আমাদের স্টুডেন্টদের ওপর তারা পুলিশি হামলা, নির্যাতন করেছে। আমাদের স্টুডেন্টরা গত তিনদিন ধরে আমরণ অনশন করলেও কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা দেখছি না। তাই আমরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছি। আমরা ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা জন্য যৌক্তিক সময় চাচ্ছি।"
তবে দফায় দফায় মহাসড়ক অবরোধের এ ঘটনায় পথযাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম এক ফেসবুক পোস্টে বলেন, ৪৭তম বিসিএসের রিটেন পরীক্ষার সময় পেছানো নিয়ে যেই আন্দোলনটা চলছে এইটা মোটেও যৌক্তিক লাগছে না। এই রিটেন পরীক্ষা যে এই ডেটে হবে সেটি প্রিলি দেওয়ার আগে থেকেই সবাই জানতো। এমন না যে এই ডেট নতুন করে ঘোষণা করেছে। সব জেনেই তো প্রিলি দিয়েছে যে, লিখিত পরীক্ষা কবে হবে। এখন প্রিলিটিকে পূর্বঘোষিত টাইম পেছানোর আন্দোলনটা মোটেও লজিক্যাল লাগছেনা।
তিনি আরও লেখেন, আমার মনে হয় শুধু শুধু আন্দোলন করে এইরকম অযৌক্তিক একটা বিষয়কে জোরপূর্বক চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে না। আপনিতো প্রিলিতে বসার আগেই জানতেন যে আপনার রিটেন কবে! তাহলে এখন কেনো সেটি এখন মেনে নিচ্ছেন না!
বিডি প্রতিদিন/কেএ