লামিনে ইয়ামালের চোট বার্সার মাথাব্যথা আগেই বাড়িয়েছে। ১৮ বছর বয়সী উইঙ্গার পিউবালজিয়া–জনিত চোট থেকে সেরে অনেকটাই উঠছেন, যে সমস্যা তাকে টানা পাঁচ ম্যাচের বাইরে রেখেছে। তবে সবশেষ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে ০-৩ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচে ইয়ামালের সঙ্গে স্বাগতিক দর্শকদের আচারণ দুশ্চিন্তায় ফেলেছে বার্সাকে। সম্প্রতি প্রায়ই প্রতিপক্ষের মাঠে আক্রমণ আর বিদ্বেষের শিকার হচ্ছেন ইয়ামাল। আর ক্লাবের প্রাণভোমরাকে নিয়ে তাই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বার্সা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও স্পোর্ট’ এর একটি প্রতিবেদন অনুযায়ী, লামিন ইয়ামাল প্রতি মাঠেই যেন দুয়োধ্বনি হজম করতে হচ্ছে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে সাম্প্রতিক অ্যাওয়ে ম্যাচেও দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে। এমনকি ম্যাচ শেষে এক চেলসি খেলোয়াড়ও ইয়ামালকে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেছেন।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে এল ক্লাসিকোতে সান্তিয়াগো বের্নাবেউতে—যেখানে উত্তেজনা চরমে উঠে হাতাহাতির পর্যায়ে যায়, আর রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল ও থিবো কুর্তোয়ার মতো অভিজ্ঞ ফুটবলাররাও ইয়ামালকে আক্রমণের লক্ষ্যবস্তু বানান।
দিয়ারিও স্পোর্ট এর প্রতিবেদনটি বলছে, বার্সেলোনা ইয়ামালের এই বদলে যাওয়া ইমেজ নিয়ে বেশ চিন্তিত। কারণ লামিন ইয়ামাল কেবল একজন ফুটবলার নন; তিনি এখন ক্লাবের অন্যতম প্রধান মুখ। বার্সার বানিজ্যিক আইকনও তো সেই ইয়ামালই। তাঁর ১০ নম্বর জার্সি তৈরি করেছে ক্লাবের নতুন আয়ের ধারা।
এরপরও অবশ্য বার্সেলোনা একেবারে হতাশ হচ্ছে না ক্লাবটির ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসির কথা ভেবে। বার্সার ইতিহাসের সেরা সময়ে নিয়মিতই প্রতিপক্ষের সমর্থক এমনকি ফুটবলারদের আক্রমণের শিকার হতেন আর্জেন্টাইন মহাতারকা। মেসিকে প্রতিপক্ষ ভয় পেলেও তার প্রতিভার প্রতি ছিল সম্মান, অনেক ক্ষেত্রে এমনকি ভালোবাসাও। মেসির পদচিহ্ন ছুঁয়ে এগিয়ে যাবেন ইয়ামাল, এমনটাই প্রত্যাশা তাঁর ক্লাবের।
চলতি মৌসুমে মাঠের বাইরে বিতর্ক আর চোটের সঙ্গে লড়াই করেই ক্লাবের জয়ে অবদান রাখছেন ইয়ামাল। ২০২৫-২৬ মৌসুমে লা লিগায় ৯ ম্যাচে ৪ গোলের সঙ্গে ছয়টি অ্যাসিস্ট করেছেন তিনি। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে দুই গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরেকটি গোল।
বিডি প্রতিদিন/নাজিম