দুঃখগুলো আকাশচুম্বী হলে জিরিয়ে নিই বটের ছায়ায়,
আর যখন বটগাছ থাকে না,
সিকামোরের পাতার মতো নিঃশব্দে ঝরে যায় ভবিষ্যৎ!
একটি অনাথ ছেলে,
আমি নেকনজরে তার দিকে তাকাই, আপদমস্তক এক দুঃখের পাণ্ডুলিপি।
দুঃখগুলো আকাশচুম্বী হলে জিরিয়ে নিই বটের ছায়ায়,
আর যখন বটগাছ থাকে না,
সিকামোরের পাতার মতো নিঃশব্দে ঝরে যায় ভবিষ্যৎ!
একটি অনাথ ছেলে,
আমি নেকনজরে তার দিকে তাকাই, আপদমস্তক এক দুঃখের পাণ্ডুলিপি।