ওয়ার্ক ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পেতে হবে সে বিষয়ে নতুন দিকনির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস এ বার্তা দেয়।
দূতাবাস জানায়, ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন সে সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরে দূতাবাস নিম্নলিখিত বিষয়গুলো মনে করিয়ে দিতে চায়। যাদের ২০২৫ সালে ইস্যু করা অথবা ২০২৫ সালে পুনর্নিশ্চিত করা একটি ওয়ার্ক নুলাওস্তা (কাজের অনুমোদন) আছে তাদের ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে। ইতালিতে নিয়োগকর্তা কর্তৃক সরবরাহ করা ২০২৫-এর নুলাওস্তা কপি আপলোড করতে হবে। দূতাবাস নুলাওস্তার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধনের পর কয়েক দিনের মধ্যে একটি অ্যাপয়েন্টমেন্ট দেবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাদের কাছে ২০২৩-২০২৪ সালে ইস্যু করা একটি নুলাওস্তা আছে, তাদের ইতালিয়ান ইমিগ্রেশন অফিস কর্তৃক নুলাওস্তার পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শেনজেন ভিসায় ভিএফএস ছাড়া কারও সঙ্গে সম্পর্ক নেই : শেনজেন ভিসা দেওয়ার ক্ষেত্রে ভিএফএস গ্লোবাল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই বলে জানিয়েছে ঢাকার সুইডিশ দূতাবাস। গতকাল এক বার্তায় দূতাবাস এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, সুইডেন দূতাবাসের মাইগ্রেশন বিভাগ স্পষ্ট করে জানাতে চায় যে, আমাদের সহযোগিতা কেবলমাত্র ভিএফএস গ্লোবালের সঙ্গে। আমরা শেনজেন ভিসা সংক্রান্ত অন্য কোনো ব্যবসা বা ব্যক্তির সঙ্গে সহযোগিতা করি না, এমনকি ভিএফএস গ্লোবালের একই প্রাঙ্গণে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও।
শেনজেন ভিসা সংক্রান্ত আরও তথ্য পেতে www.swedenabroad.se/ en/about-sweden-non-swedish-citizens/bangladesh/going-to-sweden/moving-to-someone-in-sweden/the-process ওয়েবসাইটে যোগাযোগ করতে বলেছে দূতাবাস।
ভারত ছাড়াও তিন দেশ থেকে রোমানিয়ার ভিসা নিতে পারবেন বাংলাদেশিরা : বাংলাদেশি নাগরিকরা ভারত ছাড়া আরও তিনটি দেশে রোমানিয়ার ভিসা আবেদন জমা দিতে পারবেন। তিনটি দেশ হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের নাগরিকরা শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন সাধারণত নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসে জমা দিয়ে থাকেন। সম্প্রতি নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়েছে যে, বাংলাদেশি নাগরিকরা শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এখন থেকে নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসের পাশাপাশি কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনেও জমা দিতে পারবেন।