নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের পাশে ২৫৩ নম্বর পিলারের কাছে তীব্র শীতে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। তবে এ ঘটনায় আপাতত ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। স্টেশনমাস্টার আবদুল আওয়াল জানান, গতকাল সকালে বিষয়টি জানার পর সান্তাহার স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এরপর বরেন্দ্র ট্রেনে করে একটি মেরামত দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সংস্কার কাজ শুরু করে। তার মতে, দিনের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা ছিল। প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান, সোমবার ভোরে প্রথম তিনি ফাটলটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানান। স্থানীয়দের ভাষ্য, ফাটল থাকা সত্ত্বেও ট্রেন চলাচল অব্যাহত ছিল। আবদুল আওয়াল আরও বলেন, অতিরিক্ত শীতে লোহার রেললাইন সংকুচিত হয়ে প্রতি বছরই এ ধরনের ফাটল দেখা দেয়, যা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দ্রুত মেরামত করা হয়।
সান্তাহার স্টেশন সূত্রে জানা গেছে, মাধনগর ছাড়াও সান্তাহার থেকে মাধনগর রুটের আরও কয়েকটি স্থানে অনুরূপ ফাটল শনাক্ত করা হয়েছে এবং এসব স্থানে একযোগে সংস্কারকাজ চলছে।
কর্তৃপক্ষের দাবি, এসব কারণে ট্রেন চলাচলে বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়নি।