ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘৫৪ বছর পরে একটি সুযোগ এসেছে ইসলামকে রাষ্ট্র পরিচালনায় নেওয়ার। এ সুযোগ কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার দেবে।’ গতকাল চরমোনাই দরবার শরিফের তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে ওলামা-মাশায়েখ ও দীনদার বুদ্ধিজীবী সমাবেশে এ কথা বলেন তিনি।
এ সময় চরমোনাই পীর আরও বলেন, ‘আগে যারা দেশ শাসনের সুযোগ পেয়ে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তারা আবারও ক্ষমতায় আসার জন্য উঠেপড়ে লেগেছে। দেশের মানুষ নতুন শাড়িতে পুরোনো বউ দেখতে চায় না। ফলে আগামীর নির্বাচনে পরিবর্তন আসতেই হবে।’
সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান প্রমুখ। সম্মেলনে ‘জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ’-এর নতুন সভাপতি হিসেবে দেশের শীর্ষ আলেম মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করা হয়।