রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের কারখানা, জমি এবং প্রধান কার্যালয় ‘বেল টাওয়ার’ নিলামে তোলার উদ্যোগ নিয়েছে। ১ হাজার ৩২২ কোটি টাকার বেশি বকেয়া ঋণ পুনরুদ্ধারের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশ করে জনতা ব্যাংক বেক্সিমকোর বন্ধক রাখা সম্পদ বিক্রির ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর পর্যন্ত সুদসহ বকেয়া ঋণ পরিশোধে এসব সম্পদ নিলামে তোলা হবে। আগ্রহী ক্রেতাদের ১০ ডিসেম্বরের মধ্যে দরপ্রস্তাব জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ব্যাংকটি অ্যাসেস ফ্যাশনস লিমিটেডের সম্পদ নিলামে তোলার ঘোষণাও দিয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৩৩ কোটি টাকা।
জনতা ব্যাংকের নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, বেক্সিমকোর যে সম্পদগুলো নিলামে তোলা হচ্ছে, এর মধ্যে রয়েছে গাজীপুরে ৩,৫২৭ ডেসিমেল জমি ও কারখানা, আশুলিয়ায় ১৪৬.৬৫ ডেসিমেল এবং নারায়ণগঞ্জে ৪৪০ ডেসিমেল জমি। এ ছাড়া কোম্পানির ধানমন্ডির ১৫ তলা করপোরেট অফিস বেল টাওয়ারও বিক্রির তালিকায় রাখা হয়েছে।
এর আগে ২১ নভেম্বর বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেল লিমিটেডের ইউনিট-১ ও ইউনিট-২ (মূল্যায়ন ১,৭৫৪.৭ কোটি টাকা), আরবান ফ্যাশনস (মূল্যায়ন ৭২৪.২৬ কোটি টাকা) এবং অ্যাপোলো অ্যাপারেলসের (মূল্যায়ন ৮১৬.৪ কোটি টাকা) সম্পদ নিলামে তোলার আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকটি।