জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী একটি নৌযান দুর্ঘটনার শিকার হয়েছে। অভিবাসীদের বহনকারী নৌযানটি গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে দুর্ঘটনা কবলে পড়ে।
এই নৌকা ডুবিতে ১৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। কোস্টগার্ডের এক নারী মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পানিতে ভেসে থাকা অবস্থায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এর ভেতরে পানি ঢুকে গিয়েছিল। এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোস্টগার্ডের মুখপাত্র এএফপিকে জানান, নৌযানটিতে পানি উঠে ভেসে যাওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তাই মৃতদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানিয়েছে, মৃতদেহগুলো নৌযানটির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানিয়েছেন, মৃত ব্যক্তিরা সকলেই ছিলেন কম বয়সী। ইআরটির প্রতিবেদন অনুসারে, মৃত্যুর কারণ অনুসন্ধানকারী কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, পানিশূন্যতার কারণেই এই অভিবাসীদের মৃত্যু হয়ে থাকতে পারে।
গ্রিক কর্মকর্তারা আরও জানিয়েছেন, ক্রিট দ্বীপ থেকে প্রায় ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে নৌযানটি খুঁজে পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/নাজমুল