সুদূর ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সরাসরি প্রভাব পড়ল ভারতের বিমান পরিষেবায়। গত রবিবার সকালে ইথিওপিয়ার আফার অঞ্চলের হায়লি গুবি আগ্নেয়গিরি প্রায় ১২ হাজার বছর পর জেগে ওঠে। এতে নির্গত ঘন ছাইয়ের মেঘ লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন এবং ওমান হয়ে উত্তর আরব সাগর পেরিয়ে উত্তর ভারতের দিকে সরে আসছে।
এই আগ্নেয়গিরির ভাসমান ছাইয়ের কারণে সোমবার ভারতের একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলোকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন।
বর্তমানে ছাইয়ের এই ঘন মেঘটি দিল্লি, হরিয়ানা এবং সংলগ্ন উত্তর প্রদেশ অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। আকাসা এয়ার, ইন্ডিগো এবং কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের মতো বেশ কিছু সংস্থা তাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।
ডিজিসিএ বিমান সংস্থাগুলিকে ছাই-আক্রান্ত এলাকা এড়িয়ে চলতে এবং সর্বশেষ পরামর্শ অনুযায়ী ফ্লাইটের পরিকল্পনা, রুট পরিবর্তন ও জ্বালানির পরিমাণ নির্ধারণ করতে নির্দেশ দিয়েছে। একইসাথে ছাই-এর মুখোমুখি হওয়া বা ইঞ্জিনের অস্বাভাবিকতা দেখা গেলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে বলা হয়েছে।
যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, ছাইয়ের মেঘটি বায়ুমণ্ডলের হাজার হাজার ফুট উপরে থাকায় দিল্লি ও তার আশেপাশে বাতাসের গুণমানের উপর এর সরাসরি বড় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা কম।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল