উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা নির্ভর করছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। মেডিকেল বোর্ড যখনই মনে করবে তিনি ‘সেইফলি ফ্লাই’ করতে পারবেন তখনই তাঁকে বিদেশে নেওয়া হবে। বোর্ডের ‘সবুজ সংকেত’ পেলেই কাতার সরকারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স তাঁকে বহনের জন্য ঢাকায় চলে আসবে। গতকাল তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ফলে এ-যাত্রায় সাবেক এই প্রধানমন্ত্রী সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা দৃঢ়ভাবে আশাবাদী হয়ে উঠেছেন। তবে মেডিকেল বোর্ড এখনো মনে করছে এ মুহূর্তে তাঁর লং-ফ্লাই করা ঠিক হবে না। এজন্য উন্নত চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি আবারও পিছিয়ে গেছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে বিদেশ নিতে দেরি হচ্ছে। সার্বক্ষণিকভাবে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে মেডিকেল বোর্ড মনে করছে এই মুহূর্তে তাঁর উড়োজাহাজ ভ্রমণ ঠিক হবে না। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাঁকে বিদেশে নেওয়া হবে।’
জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তিনি গতকাল বেশ কয়েকবার চোখ খুলেছেন। হাত-পা নেড়েছেন। চিকিৎসকের সঙ্গে চোখের ভাষায় ইশারা-ইঙ্গিতে একবার কথা বলারও চেষ্টা করেছেন। সঙ্গে সঙ্গে আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে তাঁর (খালেদা জিয়ার) শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তিনি বর্তমান শারীরিক জটিলতা কাটিয়ে উঠবেন বলে আমরা সবাই আশাবাদী।’
বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের সামনে বিকালে সংবাদ ব্রিফিংয়ে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থাই বলে দেবে কখন তাঁকে বিদেশে নেওয়া হবে। তাঁকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের সুচিকিৎসা এবং নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁর শারীরিক অবস্থার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। চিকিৎসকসহ সবাই তাঁর সুস্থতা চান। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন। কারণ তিনি (বেগম খালেদা জিয়া) এর আগেও তার চেয়ে জটিল পরিস্থিতিতে গিয়েছেন। আবার ভালোও হয়ে উঠেছেন। তাই এবারও তারা আশাবাদী তিনি অচিরেই সুস্থ হবেন।’
ডা. জাহিদ আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসকদের মতামতকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। তবে শারীরিক অবস্থা বিবেচনায় বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে বিলম্ব হচ্ছে। তাঁর চিকিৎসার সার্বিক সমন্বয় করছেন ডা. জুবাইদা রহমান।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে অধ্যাপক জাহিদ বলেন, ‘দয়া করে কেউ গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী। বিদেশে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে। যখন বোর্ড মনে করবে তাঁকে নিরাপদে ফ্লাই করানো যাবে, তখনই নেওয়া হবে। এ বিষয়ে কাতার সরকার এবং আমাদের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ সহায়তা করছে। ওনার চিকিৎসা সর্বোচ্চ প্রাধান্য পাবে।’ হাসপাতাল কর্তৃপক্ষ ও স্টাফরা সর্বোচ্চ সহযোগিতা করছেন বলেও জানান তিনি। ১৪ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। পাকস্থলীর জটিলতার কারণে শুক্রবার বিএনপি চেয়ারপারসনের অ্যান্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশিবিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া বর্তমানে ‘উড়োজাহাজ ভ্রমণে শারীরিকভাবে সক্ষম না হওয়ার’ কারণেই তাঁর লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে বলে পরিষ্কার জানিয়েছে মেডিকেল বোর্ড। বোর্ডের সিদ্ধান্তের বরাত দিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শুক্রবার কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারেনি- এটাও যেমন সত্য কথা; তেমনি একই সময়ে জরুরিভাবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার (খালেদা জিয়ার) ফ্লাই করা সঠিক হবে না। সেজন্য তাঁকে বিদেশ নেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতেও হয়তো শারীরিক অবস্থাই বলে দেবে ওনাকে (খালেদা জিয়া) বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে কি যাবে না।
তিনি আরও বলেন, ‘এখন এয়ার অ্যাম্বুলেন্স সব সময় প্রস্তুত আছে। কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসাগত দিক থেকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং সেফটি অ্যান্ড সিকিউরিটিই সর্বত্রই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। আমাদের মেডিকেল বোর্ডের সদস্য এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন থেকে সম্মানিত যেসব চিকিৎসক অংশ নিচ্ছেন সবাই ম্যাডামের শারীরিক পরিস্থিতির ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।’
ডা. জাহিদ আরও বলেন, ‘ম্যাডামের চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো হচ্ছে। আমার সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না, আমি দেখিও না। এরপরেও কোনো কোনো সময় অনেক বেশি গুজব শোনা যায়। অনেকে বিদেশে যাওয়ার বিলম্ব নিয়ে নানা ধরনের পোস্ট দিচ্ছেন।’ তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে, একটানা ১২ থেকে ১৪ ঘণ্টা যখন বিমানে ফ্লাই করবেন তখন মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সঙ্গে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে সাবেক তিনবারের এ প্রধানমন্ত্রীর প্রতি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শনস্বরূপ ‘ফ্যাক্ট’-এর বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।’ এদিকে গতকাল রাত ৮টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান।
মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স : বিএনপি চেয়ারপারসনের (মধ্যপ্রাচ্যবিষয়ক) উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন, মেডিকেল বোর্ড ‘গ্রিন সিগন্যাল’ দিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ করছেন। এনামুল হক চৌধুরী বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ বাংলাদেশে চলে আসবে। সেভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে সবকিছুই কাতার কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে।’ জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে।
গতকাল মধ্যরাত পর্যন্ত মেডিকেল বোর্ডের সর্বশেষ বৈঠক ও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা-সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট নিয়ে বিশ্লেষণ ও পর্যালোচনা হয়। এ নিয়ে প্রতিদিনই দফায় দফায় বৈঠক করছেন বোর্ডের সদস্যরা। আর বাস্তব অবস্থার নিরিখে করণীয় নির্ধারণ করে পদক্ষেপ নিচ্ছেন তাঁরা।
খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটটিকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ফ্লাইট শিডিউল অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও ইতোমধ্যে ল্যান্ডিং ক্লিয়ারেন্স দিয়েছে। গতকাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, বিমানবন্দরের এয়ার ফ্লাইট শিডিউলে উল্লেখিত তথ্যানুযায়ী আগামী ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছবে এবং ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে। ভিভিআইপি মুভমেন্ট বিবেচনায় বিমানবন্দরে ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও চূড়ান্ত সময় নিশ্চিত হওয়া মাত্র সংশ্লিষ্ট সব ইউনিট সক্রিয় হবে। এদিকে শনিবার বিকালে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী না হওয়ায় তাঁর লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, নেক হায়াত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনায় গতকাল দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নরসিংদী : সন্ধ্যায় নরসিংদী চেম্বার অব কমার্সের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, চেম্বারের পরিচালক ও ড্রিম হলিডে পার্কের স্বত্বাধিকারী প্রবীর কুমার সাহা, চেম্বারের পরিচালক আওলাদ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীসহ বিএনপি ও চেম্বারের সদস্যরা।
বরিশাল : বরিশাল জুলাই যোদ্ধা পরিষদের উদ্যোগে নগরীর সদর রোডে নিজস্ব কার্যালয়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। পরিষদের আহ্বায়ক মো. রহমাতুল্লাহ সরদার সাব্বিরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. তারিক সুলায়মান, মহানগর স্বাধীনতা ফোরামের সদস্যসচিব মো. নাজমুস সাকিব প্রমুখ।
এ ছাড়া বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিকালে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে দোয়া ও মোনাজাত করা হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরার সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল ও সিনিয়র সাংবাদিক শাহে আলম।
?গাইবান্ধা : বাদ জোহর সাঘাটা উপজেলা বিএনপি স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ডাকসুর এজিএস ও এফ রহমান হলের ভিপি সফিকুল ইসলাম টিপু মণ্ডল। উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহীনের সঞ্চালনায় ?দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মইন প্রধান লাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মণ্ডল প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সকালে উপজেলার পৌর এলাকার সাহারপাড় দারুল হিকমা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু প্রমুখ।
যশোর : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যশোর জেলা শাখা ও যশোর সদর উপজেলা বিএনপি রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বেলা ১১টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি আবদার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ড্যাবের খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ডা. মো. রবিউল ইসলাম তুহিন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সারা দেশের শিক্ষক সমাজসহ সবার কাছে নেত্রীর জন্য দোয়া কামনা করেছেন। দুপুরে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী হাইস্কুল মাঠে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ মো. মাইন উদ্দিন, মহাসচিব মো. রফিকুল ইসলাম, সোনারগাঁ শাখার সভাপতি এইচ এম মনিরুজ্জামান, মো. শাহজালাল মিয়া, সোনারগাঁ বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, বি এম ডালিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, রাকিব হাসান ও হান্নান বেপারীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
যুক্তরাষ্ট্র : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরা এ লক্ষ্যে গত শুক্রবার রোজা পালন করেন। সন্ধ্যায় ইফতারের জন্য তারা মিলিত হন জ্যাকসন হাইটস নবান্ন পার্টি হলে। এ সময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবদুল লতিফ সম্রাট। মোনাজাত ও মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসাসের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম রহমান। সদস্যসচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতা কাজী আজম, ফিরোজ আহমেদ, সৈয়দা মাহমুদা শিরিন, গিয়াসউদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, স্টেট জাসাসের সভাপতি জাবেদ উদ্দিন। আলোচনায় আরও অংশ নেন নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা ও সাংবাদিক আনিসুর রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের নেতা এলিজা আকতার মুক্তা, কাজী বাবুল, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা মনিরুল ইসলাম।