ভারতের রাজ্যসভার এমপি ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত-রাশিয়া ফোরামের মূল লক্ষ্য হবে অর্থনৈতিক
সহযোগিতা। আমরা আশা করি, ভারত ও রাশিয়া পারস্পরিক আমদানি-রপ্তানিতে মনোযোগ দেবে। বিশেষ করে কৃষিপণ্য, সামুদ্রিক পণ্য, প্রকৌশল পণ্য, তথ্যপ্রযুক্তি, রাশিয়ায় স্থাপিত ইউরিয়া প্ল্যান্ট, বিরল খনিজ উপাদানগুলোতে সহযোগিতা, মহাকাশ কর্মসূচির প্রযুক্তি স্থানান্তর এবং বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতা।
গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ভারত সফর উপলক্ষে তিনি এসব কথা বলেন। ভারত ও রাশিয়ার ২৩তম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার বছর পর গতকাল নয়াদিল্লি পৌঁছান পুতিন। সফরে পুতিনের সঙ্গে রাশিয়ার অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ অন্তত সাতজন মন্ত্রী এসেছেন।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, পুতিনের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার সম্পর্ককে আমরা শক্তি এবং প্রতিরক্ষার স্বাভাবিক ক্ষেত্রগুলোর বাইরেও দেখছি। এ সফরে রাশিয়ায় শ্রমবাজার নিয়ে একটি চুক্তি হতে পারে। এর ফলে ভারতীয় আধা-দক্ষ এবং দক্ষ কর্মীরা রাশিয়ায় কাজ করতে সক্ষম হবে। এ ছাড়া পারস্পরিক লজিস্টিক সাপোর্ট বিনিময়, যৌথ মহড়া, প্রশিক্ষণ এবং মানবিক প্রচেষ্টা, বন্দর ও আকাশসীমা ব্যবহার নিয়ে চুক্তি হতে পারে। তিনি আরও বলেন, এ সফরে আমরা আরও দুটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আদেশ দেব। পাশাপাশি এস-৫০০ সহযোগিতার বিষয়েও আলোচনা চলছে। এ ছাড়া রাশিয়ার সঙ্গে সু-৫৭ যুদ্ধবিমানের বিষয়ে আলোচনা চলছে, যা একটি পঞ্চম প্রজন্মের বিমান এবং আমাদের বিমানবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করবে।