বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে গতকাল তাঁর বসুন্ধরার কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য বৈঠক হয়। এ বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট। বৈঠকে তাঁরা বাংলাদেশের বিরাজমান বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আসন্ন ইউকে সফরের বিষয়টিও স্থান পায়। উল্লেখ্য, এ সফরে জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ সরকারের এক মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে সকালে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকাস্থ কার্যালয়ের প্রধান হুমা খান। এ সময় জামায়াত আমির হুমা খানের পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভ কামনা ও বাংলাদেশে তাঁর ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতি হবে বলে হুমা খান আশা ব্যক্ত করেন।
এদিকে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইনস্টিটিউট (আইআরআই)-এর এক প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে আইআরআইয়ের প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়ার আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিফেন সিমা, সিনিয়র পরিচালক সোনজা গ্লোকল ও প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ।
জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ও গবেষক ড. মোকাররম হোসেন, ড. জুবায়ের আহমেদ এবং ড. শিব্বির আহমাদ। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আইআরআইয়ের সাম্প্রতিক জরিপ নিয়ে আলোচনা করা হয়।